ভারতে মুসলিম গণহত্যা বন্ধে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

ভোলা সদর প্রতিনিধি: ভারতে মুসলমান হত্যা-নিপীড়ন, নারী ধর্ষণ, বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া এবং দেশে গ্যাস, বিদ্যুৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার কর্মীরা। ১৩ জুলাই (শনিবার) বিকাল চারটায় ভোলা কালীনাথ বাজার চত্বরে বিক্ষোভপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার জয়েন্ট সেক্রেটারি মাওঃ তরিকুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল মোমিন, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদ, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা শাখার সেক্রেটারি এইচ এম ইব্রাহীম খলিল, ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ছাত্র নেতা মোঃসাইফুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি মুসলমান একটি দেহের মতো। শরীরের একটি অঙ্গ আঘাত প্রাপ্ত হলে যেমন পুরো শরীর অসুস্থ হয়ে যায়, ঠিক তেমনি কোন দেশের মুসলমানদের উপর নির্যাতন চালানো হলে সকল মুসলমানের ব্যথা লাগে। বর্তমানে ভারতের মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে তা সহ্য করার মতো নয়।ভারত সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ভারতবর্ষ মুসলমান যখন শাসন করেছিলো তখন তারা কোনো হিন্দুদের উপর নির্যাতন করেনি। বর্তমানে হিন্দুত্ববাদী শাসনের কাছে মুসলমান নিরাপদ নয়।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের গ্যাস ভারতে সাপ্লাই দেওয়া হয়।তাতে তারা যে দামে গ্যাস পায়,তার থেকে বেশি দামে আমাদের গ্যাস কিনতে হবে? গ্যাস তো আমাদের দেশের নিজস্ব সম্পদ। সুতরাং অতিবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবি জানান নেতারা। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। গরীব ও অসহায় মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নির্ধারণ করার আহ্বান জানান বক্তারা।

এসময় প্রধান অতিথি সংগঠনের জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন,”জয় শ্রী রাম” না বলার কারণে ভারতের মুসলমানদের উপর যে নির্যাতনের ষ্টীমরোলার চালাচ্ছে ভারত সরকারকে এর জবাবদিহি করতে হবে। মুসলিম জাতি তো শান্তি পূর্ণ জাতি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সংসদে নিন্দা জ্ঞাপন করেন। আপনি মুসলিম দেশের প্রধানমন্ত্রী হয়ে চুপ থাকা আপনার মানায় না।

তিনি আরও বলেন, আমাদের দেশের সম্পদ আমাদের বেশি দামে ক্রয় করতে হয়। দেশে খুন,গুম, দর্শন, রাহাজানি বন্ধের জন্য সরকারের কাছে আহ্বান জানান। এসময় উপস্থিত জনতাকে আগামী সকল প্রোগ্রামে যোগদান করার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত দোয়া মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন। এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সংগঠনের সহযোগী সকল সংগঠনের সর্বস্তরের সদস্য ও দায়িত্বশীলসহ ইসলাম প্রিয় তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন