
জমিয়তে উলামায়ে হিন্দের ‘সদসালা ’ বা শতবর্ষী সম্মেলনের তারিখ ঘোষণা করা হল। ২০২০ সালের ২০, ২১ ও ২২ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। গত ১১ জুলাই জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা উসমান মানসুরপুরীর সভাপতিত্ত্বে এক জরুরি সভায় শতবর্ষী সম্মেলনের এ তারিখ ঘোষণা করা হয়। খবর বাসিরত।
এদিকে, শতবর্ষী সম্মেলনের আগে আরও কয়েকটি বর্মসূচী ঘোষণা করেছে ভারতের প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। সভায়, জমিয়তের জেলা ভিত্তিক কর্মীগণ নিজ নিজ এলাকায় জমিয়তের আকাবিরদের কর্ম ও অবদান শীর্ষক সেমিনার ও তাদের জীবনের ওপর ডকুমেন্টারি ফিল্মও তৈরি করার প্রস্তাব গৃহিত হয়।
আগামী ২৭ ও ২৮ ই জুলাই দিল্লীতে সাবেক জমিয়তে উলামায়ে হিন্দের সদর আহমদ সাঈদ দেহলবী রহ., সাবেক নাযেম মাওলানা হিফযুর রহমান সিওহারয়ী রহ. এর কর্ম ও অবদানের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
আইএ/পাবলিক ভয়েস

