এস-৪০০ ক্ষেপণাস্ত্রের আরও চালান পৌঁছল তুরস্কে

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরও একটি চালান পেয়েছে তুরস্ক। এ ব্যবস্থার প্রথম চালান পাওয়ার একদিন পর তুরস্তে নতুন চালান  পৌঁছল। আজ ১৩ জুলাই তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটে বলেছে, ‘আজ আবার দীর্ঘ পাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চালান শুরু হয়েছে।’

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার চতুর্থ সামরিক কার্গো বিমান এস-৪০০ ব্যবস্থা নিয়ে আজ তুরস্কের রাজধানী আংকারার কাছে মারটেড বিমানঘাঁটিতে অবতরণ করে।

গতকাল রাশিয়ার বিশাল তিনটি এএন-১২৪ বিমান এস-৪০০’র প্রথম চালান নিয়ে তুরস্কে যায়। চালান বুঝে পেয়েছে বলে জানিয়েছিল তুরস্ক। যুক্তরাষ্ট্র এস-৪০০ কিনতে নিষেধ করেছিল। ট্রাম্পের হুমকির সত্ত্বেও তুরস্ক সিদ্ধান্ত বদলায়নি। এর ফলে তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছিল।

বার্তা সংস্থা আলজাজিরা জানিয়েছে, এ বছরের অক্টোবর মাস থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষ ব্যবস্থা পুরোদমে কাজ করতে শুরু করবে। রাশিয়ার তৈরি এই সর্বাধুনিক অস্ত্রটি প্রথম দেশ হিসেবে হাতে পেল তুরস্ক। যুক্তরাষ্ট্র গত দুই বছর ধরে রাশিয়ার সাথে তুরস্কের এই চুক্তির ঘোর বিরোধীতা করে আসছে। কিন্তু তাতেও পিছু হটেনি রজব তাইয়েব এরদোগান।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন