
দক্ষিণ সোমালিয়ার একটি হোটেলে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পাশাপাশি একের পর এক গুলি চলতে থাকে একদল সন্ত্রাসী৷ এই হামলায় নিহত হয়েছে ২৬ জন। তবে আধিকারিক সূত্রে কোনও সংখ্যা এখনও জানা যায়নি৷ শুক্রবার এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে জানানো হয়, ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কও রয়েছেন৷ এদিকে একটি বিবৃতিতে সোমালি সাংবাদিক সিন্ডিকেট জানিয়েছে, নিহতদের তালিকায় দুই সাংবাদিক রয়েছেন৷ আরও এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, কয়েকজন বন্দুকবাজ জোর করে হোটেলে ঢুকে পড়ে এবং তারপরেই গুলি করতে শুরু করে৷ নিরাপত্তা আধিকারিকরাও পাল্টা দিতে শুরু করে৷ চলতে থাকে গুলির লড়াই৷
শুক্রবারই, আফগানিস্তানেও আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে৷ প্রাণ যায় ৫ জনের৷ এদিন পূর্ব আফগানিস্তানে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে এই ঘটনা ঘটে৷ জানা যায়, ঘটনাস্থলটি পাক সীমান্তের কাছেই৷ নানগারহার গভর্ণরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগইয়ানি এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, শুক্রবার সকাল ৮টা নাগাদ পাচিরাগামে এই বিস্ফোরণ হয়৷ এতে ৫ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ৪০-এরও বেশি৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস

