
সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়ায় পাক নারীর সঙ্গে যোগাযোগ হয় ভারতের এক সেনার। অরুণাচল প্রদেশের ওই সেনা পাকিস্তানি মেয়ের প্রেমে পড়ে যায়। আর এর পরেই পাকিস্তানি ওই তরুণী সেনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। ভারতের সেনাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সাবধান হওয়ার সতর্কতা জারি রয়েছে। খবর জি নিউজের।
খবরে বলা হয়, যে তরুণীর কাছে ওই সেনা গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন তিনি আসল পাক গুপ্তচর। তার কাছে তথ্য দেওয়ার মাধ্যমে ৫০০০ টাকাও নিয়েছেন হরিয়ানার বাসিন্দা রবিন্দার। গুরুত্বপূর্ণ এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের নারাউলা স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাকে।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে তথ্য ফাঁস করায় গ্রেফতার করা হয় সেনাকে। সেনা ট্যাঙ্ক রেজিমেন্টে কর্মরত ওই জওয়ানকে জয়সলমের থেকে গ্রেফতার করে পুলিশ। ২০১৮ সালে একই কাণ্ড করে বসেন বায়ুসেনার এক গ্রুপ ক্যাপ্টেন। ওই বছরেই চরবৃত্তির অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার করা হয় বিএসএেফর এক সেনাকে।
আইএ/পাবলিক ভয়েস

