
ভারতের মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গাড়ি থেকে নামিয়ে মুসলিম তৃণমূলনেতাকে গুলি করে খুন করা হয়েছে। নিহত ওই নেতার নাম সফিউল হাসান। খবর জি নিউজের। সূত্রের খবরে বলা হয়, মুর্শিদাবাদের হরিহরপাড়ার হুমাইপুরের প্রদীপডাঙা মোড়ের কাছে গাড়ি থেকে নামিয়ে তাকে খুন করে দুষ্কৃতীরা। তিনি হুমাইপুর অঞ্চল সভাপতির পদে ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খাওয়ার পর গাড়ি নিয়ে হরিহরপা়ডা উদ্দেশে রওনা দিয়েছিলেন।
সফিউল প্রদীপডাঙা মোড়ের কাছে গাড়িচালককে টাকা আনতে পাঠান। তখন গাড়িতে একাই ছিলেন তিনি। সেইসময়ই কয়েকজন দুষ্কৃতী গাড়ি করে এসে বোমাবাজি করতে থাকে। বোমাবাজির শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। সফিউলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। সফিউলের মাথার পেছনে গুলি লাগে। তবে স্থানীয়রা এলাকায় পৌঁছতেই দুষ্কৃতীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। কারোরই মুখ স্পষ্ট করে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের।
আইএ/পাবলিক ভয়েস

