
ভারতে বিভিন্ন অজুহাতে মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন ও হত্যা মানবাধিকার লঙ্ঘন করেছে। বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নৃশংসতার সকল মাত্রা অতিক্রম করেছে। বিভিন্ন প্রদেশে মুসলিম বসতিতে অগ্নিসংযোগ ও উচ্ছেদের ঘটনা সভ্য পৃথিবীকে প্রশ্নবিদ্ধ করেছে। এভাবে চলতে থাকলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
আজ শুক্রবার আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী থানা দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতে গো রক্ষার অধিকার আছে কিন্তু মানুষ রক্ষার অধিকার নাই, এটা বড়ই উদ্বেগজনক। তিনি বলেন, ওআইসি-জাতিসংঘ সহ সকল মানবাধিকার সংগঠনকে এই অত্যাচারের বিরুদ্ধে শক্ত ভূমিকা রাখতে হবে।
নগর সভাপতি মুফতি মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা কে এম আতিকুর রহমান। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, সর্বত্র এখন খুন, ধর্ষণের মহড়া চলছে। বিশেষ করে ভারতের পরিবেশ এখন মুসলিমদের বসবাসের উপযোগী নাই। ৭০০ বছর মুসলিমরা মহাভারতভারত শাসন করেছেন, এই ভূখন্ডের সর্বোচ্চ উন্নয়ন ও সর্বধর্মের সম্প্রীতিমূলক সহাবস্থান সৃষ্টি করেছিলেন কিন্তু আজ সেই মুসলিমরাই সেখানে নির্যাতিত। এই নির্যাতন বন্ধ না হলে যেকোনো কঠোর কর্মসূচি পালনের জন্য যুব আন্দোলনের সকল সদস্যকে প্রস্তত থাকার আহ্বান জানান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি রাশেদ বিন মুঈন, দফতর সম্পাদক ওয়ালীউল্লাহ তালুকদার, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আমিন ইহসান, অর্থ সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন, প্রচার সম্পাদক এইচ এম আবু বকর, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আল আমিন মজুমদার, ছাত্র ও যুবকল্যাণ সমপাদক আল আমিন সোহাগ, মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ ইউনুস মিয়া, উপসম্পাদক জুবায়ের আহমদ জুবেল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
/এসএস

