
পরিচারিকার সঙ্গে পরকীয়া সম্পর্ক জড়ানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, পরিচারিকার সঙ্গে নেতাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন ওই মহিলার স্বামী। তারপরই ওই তৃণমূল নেতা ও অভিযুক্ত মহিলাকে গাছে বেঁধে রেখে রাখেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানের আউশগ্রামে বেলাড়ি গ্রামে।
অভিযুক্ত তৃণমূল নেতার নাম জয়দীপ পাল। আউশগ্রামের বিল্বগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ফাইভ ম্যান কমিটির সদস্য। তার বাড়িতেই কাজ করতেন তাতপুকুর এলাকার বাসিন্দা আদিবাসী ওই মহিলা।অভিযোগ, বৃহস্পতিবার রাতে মহিলার স্বামী কাজে চলে যাওয়ার পর তার বাড়িতে যান জয়দীপ পাল নামে ওই তৃণমূল নেতা।
এদিকে কিছুক্ষণ পরই বাড়ি ফিরে আসেন ওই পরিচারিকার স্বামী। বাড়ি ফিরে ওই তৃণমূল নেতার সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখেন পরিচারিকার স্বামী। দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে তাদের ঘরের মধ্যে আটকে রাখেন পরিচারিকার স্বামী ৷ এরপরই এলাকার লোকজনকে ডেকে আনেন তিনি। তারাই অভিযুক্ত তৃণমূল নেতা জয়দীপ পাল ও ওই পরিচারিকাকে গাছে বেঁধে রাখে।
আইএ/পাবলিক ভয়েস

