
রাজধানীর মতিঝিল এজিবি কলোনি থেকে বিউটি আক্তার (২১) নামে এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিউটি আক্তার আঠারো তলার একটি রুম স্বামীকে নিয়ে সাবলেট থাকতেন। তার স্বামীর নাম তারিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সাড়ে ৬টার দিকে ওই কলোনির বিশ তলা ভবনের আঠারো তলার একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক জানান, এজিবি কলোনির বিশ তলা ভবনের আঠারো তলার একটি রুম থেকে ওই নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজারবাগ ৩ নম্বর কোম্পানিতে কর্মরত ছিলেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্তকর্তা।
জিআরএস/পাবলিক ভয়েস
