
রাজনৈতিক ব্যক্তি হিসেবে বেশ রঙিন চরিত্র ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সময় তার ভুল মন্তব্যের জন্য তিনি শিরোনামে আসেন। এবার ফের একবার শিরোনামে এলেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘আপনারা কিডনিকে এত গুরুত্ব দিচ্ছেন। সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিডনির বিশেষ জায়গা আছে হার্টে’। হার্টে, কিডনি থাকে শুনে অনেকেই শারীরবিদ্যা ভুলতে বসেছেন। বুধবার (১০ জুলাই) কিছু চিকিৎসকের সঙ্গে বিশেষ বৈঠক ছিল ট্রাম্পের। আর সেখানেই ডায়ালিসিস প্রসঙ্গে কথা বলার সময়ে ওই বেফাঁস মন্তব্য় করে বসেন তিনি।
ট্রাম্পের অন্যান্য মন্তব্যের মতো এটিও ফেসবুক টুইটারে ভাইরাল হয়েছে। এতো বড় একজন প্রেসিডেন্ট হয়ে এমন মন্তব্য মেনে নিতে পারছেন অনেকেই। অনেকে ভাবছেন ট্রাম্পের অবশ্যই এ বিষয়টা জানা থাকা উচিৎ ছিল।

ট্রাম্পের মন্তব্যের জেরে কেউ বলছেন, ট্রাম্প হয়তো জানেনই না, কিডনি শরীরের কোনখানে থাকে। কেউ আবার বলেন, কিডনি নিয়ে হয়তো ট্রাম্প খুব বেশি সংবেদনশীল, তাই কিডনিকে জায়গা দিয়েছেন হার্টে। এর আগেও বহু বার নানা রকম মন্তব্য করে লোক হাসিয়েছেন তিনি। কখনও বলেছেন, তার হাতের আঙুলগুলো ছোট হলেও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ছোট নয়। কখনও আবার বলেছেন, ‘আমার আইকিউ সাধারণের চেয়ে অনেক বেশি৷ তবে এতে আপনাদের কোনেও হাত নেই’।
আইএ/পাবলিক ভয়েস

