
ফিলিস্তিনের সঙ্গে চুক্তিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নির্মিত বসতিগুলো খালি করা হবে না বলে জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর পার্সটুডের। খবরে বলা হয়, গতকাল (বুধবার) নেতানিয়াহু বলেছেন, যেকোনো কূটনৈতিক পরিকল্পনার অধীনেই কোনো বসতিস্থাপন ধ্বংস বা কোনো বসতিকে সরিয়ে আনার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ইসরাইলের সামরিক বাহিনী জর্ডান ভ্যালিসহ পশ্চিম তীরের সব অংশেই তৎপরতা চালিয়ে যাবে। পাশাপাশি সেখানে আরও বসতি নির্মাণ এবং বসতিস্থাপনগুলোকে উন্নয়ন করার ধারা অব্যাহত থাকবে। নেতানিয়াহু বলেন, “অধিকৃত গোলান মালভূমি এবং পূর্ব জেরুজালেম আল কুদসে আমরা যা করেছি তার প্রতি দৃষ্টি দিন। এসব তৎপরতা অব্যাহত থাকবে।”
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসলাইল এই দু’টি ভূখণ্ড দখল করে নেয় এবং পরবর্তীতে এগুলোকে ইসরাইলের অংশ হিসেবে অন্তর্ভুক্তি করে নেয়। গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে অধিকৃত সিরিয়ার মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছেন।
এছাড়া, ২০১৭ সালের ডিসেম্বরে ট্রাম্প জেরুজালেম আল কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেন। ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি চুক্তি উন্মোচন করতে যাচ্ছেন তখন এসব মন্তব্য করলেন নেতানিয়াহু।
আইএ/পাবলিক ভয়েস

