ভারতে মুসলমানদের উপর নিপিড়ন ঠেকাতে ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন : আ. লতিফ নেজামী

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

ভারতের মুসলমানদের উপর নির্যাতন নিপিড়ন ঠেকাতে বাংলাদেশের সকল মুসলমানসহ বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ অবস্থান ও পারস্পরিক সম্মিলিত প্রতিবাদ কর্মসূচির বিকল্প নাই বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘ভারতে সংখ্যালঘু মুসলমানদের বিভিন্ন অজুহাতে হত্যা, নির্যাতন ও হয়রানী বন্ধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতে মুসলমানদের উপর নির্যাতন নিপিড়ন বন্ধে বাংলাদেশের উচিত ভারতের উপর অর্থনৈতিক চাঁপ প্রয়োগ করা এবং তাদের পণ্য বর্জন করা। ভারতীয় পণ্যে বাংলাদেশ সয়লাব হয়ে আছে উল্ল্যেখ করে তিনি বলেন, বাংলাদেশের মুসলমান এবং দীনপ্রেমী মানুষদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদ কর্মসূচী দেওয়া প্রয়োজন।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। বৈঠকে ভারতে মুসলমানদের উপর নির্যাতন নিপিড়ন ঠেকাতে কলামিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন মতামত দিয়েছেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট গোলাম মাওলা রনি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী সভাপতি মাওলানা ইমতিয়াজুল আলম, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগরীর সভাপতি আলহাজ্ব আবদুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি কে এম আতিকুর রহমান, যুব আন্দোলন সেক্রেটারী নেসার উদ্দিনসহ জাতীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন