
ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সহকারী মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, শত্রুর যেকোনো আগ্রাসনের মোকাবিলায় ইরানের জবাব হবে কঠোর ও অনুশোচনা সৃষ্টিকারী। তিনি বুধবার তেহরানে এক অনুষ্ঠানে বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পতনের আলামতগুলো স্পষ্ট হতে শুরু করেছে। ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে ইরান প্রতিনিয়ত আরো বেশি শক্তিশালী এবং আমেরিকা ও ইসরাইল দুর্বলতর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইরানের পানিসীমায় আমেরিকার অত্যাধুনিক ও রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন ভূপাতিত করার প্রতি ইঙ্গিত করে জেনারেল রহিম সাফাভি বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে ইরানের অবস্থান। কিন্তু তাই বলে আগ্রাসী শক্তিকে যে বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না তা মার্কিন ড্রোন ভূপাতিত করে প্রমাণ করেছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান কমান্ডার রহিম সাফাভি বলেন, শত্রু ইরানে হামলা চালানোর হুমকি দিতে পারে, কিন্তু সে হুমকি বাস্তবায়ন করলে তাকে চরমভাবে অনুতপ্ত হতে হবে।
আইএ/পাবলিক ভয়েস

