
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো শিশুশ্রমের পক্ষে সাফাই গেয়েছেন। আর এ নিয়ে হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ তার বক্তব্যের সমালোচনা করেছেন। তবুও নিজের অবস্থানেই অনড় রয়েছেন বলসোনারো। এর আগে বিভিন্ন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন বলসোনারো।
তবে গত সপ্তাহে ফেসবুক লাইভে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ৮ বছর বয়স থেকে আমি কাজ করছি এবং আজ এখানে পৌঁছেছি। তার এই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হওয়ার পরও নিজের অবস্থানে অনড় থেকে বলসোনারো বলেন, যখন কোনও ৮-৯ বছরের শিশু কাজ করে, তখন লোকে শিশুশ্রম বলে তার নিন্দা করে। কিন্তু সেই শিশুই যদি কোকা পেস্ট (এক ধরনের মাদক) খায়, তা হলে কেউ কিছু বলে না।
আইএ/পাবলিক ভয়েস

