কাতারে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৯

কাতারে দেশটির সামরিক বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বিমান দুটি বিধ্বস্ত হয়েছে। তবে উভয় বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। বুধবার মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ঠিক কি কারণে প্রশিক্ষণ বিমানের এই সংঘর্ষ হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয় বলে রুশ বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় দুটি সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে বিমান দুটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। কাতারে এমন এক সময় দুটি সামরিক বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো যার কয়েক সপ্তাহ আগে জার্মানির উত্তরাঞ্চলের একটি শহরে প্রশিক্ষণরত দুটি বিমানের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় বিমান দুটির একজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন