

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আজ ১১ জুলাই, বৃহস্পতিবার বেলা ৩ টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের হত্যা, নির্যাতন ও হয়রানী বন্ধে করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক আহবান করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও প্রেসিডিয়াম সদস্য মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। এতে জাতীয় রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক, শিক্ষাবিদগণ আলোচনায় অংশ নিবেন।
গোলটেবিল বৈঠক সফলের আহবান
গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবারে অনুষ্ঠিতব্য গোলটেবিল বৈঠক সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জরুরী সভা আহবান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন। উপস্থিত ছিলেন, সদস্য সচিব অধ্যাপক মাহবুবুর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।