কুয়েতে মসজিদে বসে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে অবমাননা

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

কুয়েতের হারাম বিন মুলহান মসজিদে প্রবেশ করে এক ব্যাক্তি পবিত্র কুরআনের অবমাননা করেছে। এ অভিযোগে থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায়। জানা যায়, কুয়েতের আল-কাসুরে অজ্ঞাত এক ব্যক্তি হারাম বিন মুলহান মসজিদে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে অবমাননা করেছে। আর এর প্রতিবাদ জানিয়ে সেদেশের এক নাগরিক থানায় অভিযোগ দায়ের করে একটি মামলা করেন।

এ জঘন্য কাজের জন্য মুসলিমরা নিন্দা জানায়। একাজকে ধর্মীয় অবমাননা হিসেবে কঠোর শাস্তি দাবি করা হয়। পুলিশ অবমানকারীকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এর আগেও ২০১৩ সালে কুয়েতের পূর্বাঞ্চলীয় হুলি প্রদেশের আস-সালামিয়া এলাকার আল-খান্নাহ ও আল-মাহনা মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা প্রবেশ করে পবিত্র কুরআনের পাণ্ডুলিপিতে আগুন লাগিয়ে অবমাননা করেছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন