পাপুয়া নিউ গিনিতে নারী ও শিশুসহ ২৪ জনকে হত্যা

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

পাপুয়া নিউ গিনিতে গর্ভবতী নারী ও শিশুসহ ২৪ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৫ জনই নারী ও শিশু। পাপুয়া নিউ গিনির উপজাতি অধ্যুষিত এলাকা হেলা প্রদেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত কয়েক বছরের মধ্যে পাপুয়া নিউ গিনিতে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতা। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, সোমবার প্রথমে মুনিমা গ্রামে চারজন পুরুষ ও তিনজন নারীকে হত্যা করা হয়।

এরপর কারিদা গ্রামে ১৬ নারী ও এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন গর্ভবতী নারী ছিলেন। ওই অঞ্চলে ২০ বছরের বেশি সময় আগে থেকে কয়েকটি গোত্রের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন