কাজের লোককে মারধর করা সৌদি রাজকন্যার বিচার শুরু

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানে বোন হাসা বিনতে সালমানের বিরুদ্ধে ফরাসি আদালতে বিচার শুরু হয়েছে। হাসা প্যারিসে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কর্মী আশরাফ ইদকে মারধর ও অপহরণের চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। হাসা’র অনুপস্থিতিতেই এ বিচারকাজ শুরু হলো। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

ওই কর্মী বলেছেন, হাসা বিনতে সালমানের নির্দেশে তার দেহরক্ষী তাকে মারধর করেন এবং অপহরণের চেষ্টা চালান। ওই কর্মী আরও বলেন,তাকে নির্মমভাবে বেঁধে রাখা হয়েছিল এবং রাজকুমারীর পায়ের পাতায় চুম্বন করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই কর্মীর বরাত দিয়ে ফ্রান্সের লা পয়েন্ট নামের এক ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, রাজকুমারী চিৎকার দিয়ে বলেছিলেন,ওকে মেরে ফেলো। এটা একটা কুকুর। ওর বাঁচার কোনো অধিকার নেই।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন