গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে ৩০ জনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পরিচালিত একটি আদালত দেশটির ৩০ শিক্ষাবিদ, ট্রেড ইউনিয়নকর্মী ও ধর্মীয় প্রচারককে মৃত্যুদন্ড দিয়েছেন। সউদী যুবরাজের ঘনিষ্ঠ দৈনিক আরব নিউজের খবর বলছে, সউদী নেতৃত্বাধীন জোটের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের এই দন্ড দেওয়া হয়েছে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজধানী সানায় ফৌজদারি অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হওয়া বিবাদীরা গত বছর থেকে কারাগারে রয়েছেন। তাদের বয়স ৩৬ বছরে মধ্যে। সূত্র জানায়, আগ্রাসনকারী দেশের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গতকাল তাদের মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়।

ছয় ব্যক্তিকে ওই অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। হুতিদের অবস্থান চিহ্নিত করে তাদের ওপর বিমান হামলা চালাতে সউদী নেতৃত্বাধীন জোটকে সহায়ত করতেন তারা বলে অভিযোগে জানানো হয়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন