সিরিয়ায় ট্রাম্পের সেনা মোতায়েনের অনুরোধ নাকচ করল জার্মান

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সিরিয়ায় স্থল সেনা মোতায়েন করার জন্য অনুরোধ এলেও তা নাকচ করে দিয়েছে জার্মানি। সোমবার রাজধানী বার্লিনে এক প্রেস বিবৃতিতে জার্মান সরকারের মুখপাত্র এই বার্তা দেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে৷ বার্লিনের এমন অবস্থানে ট্রাম্প ক্ষিপ্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প চাইছেন মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে ইউরোপের দেশগুলো যেন আরও সক্রিয় ভূমিকা নেয়।

সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি রবিবার বার্লিনে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন, ওয়াশিংটন বার্লিনকে অনুরোধ করেছে সিরিয়ায় যেন স্থল সেনা মোতায়েনের করে। সিরিয়া বিষয়ে আলোচনার জন্য জেফরি বার্লিন সফরে আসেন । সেই সময় তিনি আশা প্রকাশ করেছিলেন, জার্মানি তাদের অনুরোধ রাখবে৷ সিরিয়ার দায়েশের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বিমান হামলা চালিয়ে আসছে বলে দাবি করা হয়েছে। যদিও জোটের ওই হামলায় দায়েশের তেমন ক্ষতির প্রমাণ মেলেনি৷

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন