ডিএনসিসি মেয়রের সঙ্গে রিকশাচালকদের বৈঠকে

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৯
খিলগাঁও ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়েছেন রিক্সা চালকরা।

চলমান সমস্যা সমাধানে রিকশা মালিক-চালক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার দুপুরে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগরভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

তিনি বলেন, “মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আজ রিকশা মালিক-চালক সমিতির নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার, সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের বৈঠক হবে। সভা শেষে এ বিষয়ে ব্রিফ করা হবে।”

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে রিকশা তুলে দেওয়ার প্রতিবাদে গত দুই দিন বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন রিকশাচালকরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাজধানীর রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডের সড়কের একপাশে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর মুগদায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন রিকশাচালকরা। পরে আন্দোলনকারীরা দুই মেয়রকে ১০ জুলাই পর্যন্ত সময় বেধে দেন। এ সময়ের মধ্যে রাজধানীর তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ১১ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি দেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন