আমেরিকার সঙ্গে সম্পর্ক এখন বেশ শক্তিশালী: কাতার

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৯

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, আগের যেকোনো সময়ের চেয়ে কাতারের সঙ্গে আমেরিকার সম্পর্ক এখন বেশি শক্তিশালী। সম্প্রতি তিনি  শীর্ষ পার্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সরকারি সফরে আমেরিকা গেছেন। এ সফরে তিনি হোয়াইট হাউজ ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর।

দীর্ঘদিন ধরে মার্কিন সেনা মোতায়েন রাখার ইচ্ছাকে দু দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক বলে উল্লেখ করেন তিনি। কাতারে মোতায়েন মার্কিন সেনাদের প্রতি সমর্থন দেয়ার জন্য দেশটির আমিরকে ধন্যবাদ জানান এসপার। কাতারে আমেরিকার অন্যতম বড় বিমানঘাঁটি রয়েছে।

এসপার বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান হুমকির মুখে কাতার-আমেরিকা সম্পর্ক অবশ্যই স্থিতিশীল রাখতে হবে। এক বৈঠকে কাতারের আমির বলেন, “একসঙ্গে কাজ করে আমরা আমাদের অঞ্চলের উত্তেজনা নিরসনের সঠিক পথ পেতে পারি। আমেরিকার সময় আজ বিকেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ তামিমের বৈঠকের কথা রয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন