কাতার ও জার্মানের উদ্যোগে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯

জার্মান ও কাতারের উদ্যোগে গত রবিবার দোহায় দুইদিনব্যাপী শান্তি আলোচনা শুরু হয়েছে৷ প্রায় ৭০ জন প্রভাবশালী আফগান নাগরিক তালেবানের সঙ্গে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন৷ সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পাশাপাশি নারী অধিকারের বিষয়টিও বৈঠকে প্রাধান্য পাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ডয়চে ভেলের সংবাদে।

সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সময় গঠিত হাই পিস কাউন্সিলের সদস্য আসিলা ওয়ারদাক জানান, আলোচকরা যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছেন৷ এছাড়া নারী অধিকার, অর্থনৈতিক উন্নয়ন ও সংখ্যালঘুদের অধিকার নিয়েও আলোচনা চলছে৷

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির প্রশাসনের সঙ্গে আলোচনা করতে রাজি নয় তালেবান৷ তাই প্রায় ৭০ জন আফগান নাগরিক এই আলোচনায় অংশ নিচ্ছেন৷ রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা এবং ছয়জন নারী আছেন এই দলে৷ তবে তালেবান জানিয়েছে, যাদের সঙ্গে আলোচনা হচ্ছে তারা ‘ব্যক্তি পরিচয়ে’ সেখানে গেছেন৷

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন