নারী-পুরুষের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা চালু করবেন এরদোগান

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯

সম্প্রতি জি-২০ সম্মেলন উপলক্ষ্যে জাপান সফর গিয়েছিলেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সফর চালাকীন একটা সময় তিনি জানান, জাপানের আদলে তুরস্কেও নারী-পুরুষের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা চালু করতে চান তিনি। এমন মনোভাবের কথা জানিয়েছেন তিনি। ডয়চে ভেলের এক সংবাদে বলা হয়, জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে গিয়ে নারী-পুরুষের পৃথক শিক্ষা নিয়ে বক্তব্য দেন এরদোগান। 

এ বিষয়ে পদক্ষেপ নিতে তুরস্কের উচ্চ শিক্ষা কাউন্সিল(ওয়াইওকে) কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার কথাও জানান এরদোগান। নারীদের জন্য বিশেষায়িত এমন ব্যবস্থাকে ‘খুবই গুরুত্বপূর্ণ বিষয়’ উল্লেখ করে এরদোগান জানান, তুরস্কেও তিনি এটি চালু করতে চান। সম্মেলন থেকে আঙ্কারায় ফিরে নিজ দেশেও জাপানি মডেলে নারী-পুরুষের পৃথক শিক্ষার আভাস দিয়েছেন এরদোগান। তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের আলাদা ব্যবস্থাপনায় শিক্ষার মধ্যে ভালো কিছু দেখছেন তিনি।

তবে শিক্ষাব্যবস্থার সংস্কারে এরদোগানের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন দেশটির নারীবাদীরা। তারা বলছেন, জাপানের আদলে সবদেশে এটা করে ফেলা কোনোভাবে উপযুক্ত নয়। কামাল আতাতুর্কের হাত ধরে ধর্মনিরপেক্ষ নীতি নিয়ে ১৯২৩ সালে বর্তমান তুরস্ক প্রতিষ্ঠা লাভ করে। সে কারণে দেশটিতে নারী-পুরুষের জন্য পৃথক কোনো বিশ্ববিদ্যালয় নেই। জাপানে ৮০ টি নারী বিশ্ববিদ্যালয় রয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন