
একটানা ২৫ বছর পর প্রকাশ্যে এল দাউদ ইব্রাহিমের নতুন ছবি। কিন্তু এই ছবিতে দাউদকে একেবারে সুস্থ আর স্বাভাবিক বলেই মনে হয়েছে। দেখা গেছে, আগের চেয়ে দাউদ ইব্রাহিমের শারীরিক অবয়ব অনেকটাই বদলে গেছে। জানা গেছে, ‘ডি কোম্পানি’র ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের তদারককারী জাবের মোতিবালের সঙ্গে দেখা করার সময় ক্যামেরাবন্দি হয়েছেন দাউদ। এবং সেই ছবি এসেছে গুপ্তচরদের হাতে। আর দাউদের সেই ছবি এবার এসে পৌঁছেছে সাংবাদমাধ্যমের কাছে। কিছুদিন আগেই দাউদের অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল।
উল্লেখ্য, ভারতীয় গোয়েন্দা রিপোর্টে আগেই প্রকাশ হয়েছে যে, পাকিস্তানে আত্মগোপন করে রয়েছেন দাউদ ইব্রাহিম। কিন্তু একাধিকবার বললেও, বারবার সেই তথ্য খারিজ করেছে পাকিস্তান সরকার।
দাউদ ইব্রাহিম নামেইবেশি পরিচিত তিনি । ভারতের মুম্বাই-এর সংগঠিত অপরাধ চক্রের প্রধান। তার সিন্ডিকেটের নাম হলো ডি কম্পানি। তিনি সংগঠিত অপরাধের জন্য ইনাটারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় এবং মার্কিন সাময়িকী ফোর্বস-এর বিশ্বের শীর্ষ পলাতক অপরাধীদের ২০১১ এর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ২০০৮ সালেও তিনি ফোর্বস-এর তালিকায় চতুর্থ স্থানে ছিলেন। এছাড়া ভারতীয় পুলিশের পলাতক অপরাধীদের তালিকায়ও তার নাম শীর্ষে।
আইএ/পাবলিক ভয়েস

