এমপি ফিরোজ রশীদের পুত্রবধূকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের পুত্রবধূ মেরিনা রশীদকে নিজ বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে ধানমন্ডির বাসায় স্বামী শোয়েব রশীদের নামে লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হন মেরিনা। তার বাবা সিরাজুল ইসলাম পাটোয়ারীর দাবি, দাম্পত্য কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে পুলিশ বাসায় গিয়েছিল। তবে পরিবারের লোকজন জানিয়েছেন, মেরিনা নিজেই গুলি চালিয়েছেন।

ল্যাবএইড হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান বলেন, মেরিনার পিঠে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি এখন আইসিইউতে।

মেরিনার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাতে বাসায় কেউ ছিল না। তখন স্বামীর পিস্তল নিজেই নিজের পেটে ঠেকিয়ে গুলি করেন মেরিনা। গুলির বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার অস্ত্রোপচার করা হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন