গ্রীসের জাতীয় নির্বাচনে নিউ ডেমোক্রেসি পার্টির জয়লাভ

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯

গ্রীসের জাতীয় নির্বাচনে নিউ ডেমোক্রেসি পার্টি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় কিরিয়াকোস মিতসোতাকিস প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। প্রায় ৭৫ শতাংশ ভোট গণনার পর এ ফল পরিলক্ষিত হচ্ছে। তাতে ৩৯ দশমিক ৬ শতাংশ ভোট রয়েছে নিউ ডেমোক্রেসি পার্টির দখলে।

নিউ ডেমোক্রেটিক পার্টির কিরিয়াকোস মিতসোতাকিস গ্রীসের জনগণকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘সামনে অনেক কঠিন সময়। আমি প্রশংসাসুলভ আচরণের জন্য কাউকে অনুরোধ করবো না। কারণ, তার জন্য সময় নেই আমাদের। স্বচ্ছতা এবং গুণতন্ত্র গ্রীসে ফিরে আসবে এবং আমাদের কণ্ঠস্বর ইউরোপ শুনবে।’

গত রোববার গ্রীসে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ধারণা করা হয়েছিল এই নির্বাচনে রক্ষণশীল বিরোধী দলের কাছে বামপন্থী প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের দল সিরিজা পার্টি পরাজিত হবে, আর হয়েছেও তাই। তিনি পরাজয় মেনে নিয়ে টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘ফলাফল নির্ধারিত হয়ে গেছে। তবে আমরা ফিরে আসবো।’ রোববার সকাল ৭টায় (০৪০০ জিএমটি) শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয় ভোট । এথেন্স নিউজ এজেন্সি জানায়, নির্বাচনে প্রায় এক কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন