রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৯

রাজধানীর প্রধান তিনটি সড়কে রিকশা চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালক ও শ্রমিকরা।

আজ সোমবার সকাল থেকেই রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়েছেন রিকশা চালক ও শ্রমিকরা।

মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মুগদা বিশ্বরোড থেকে মানিকনগর বিশ্বরোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন রিকশাচালক ও মালিকরা। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি। তবে তাদেরকে সরাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন