ইসলামী আন্দোলন খুলনা মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: গতকাল রোববার (৭ জুন) বাদ মাগরিব পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক বৈঠক সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ মোজাফফার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ-সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ-প্রচার আব্দুর রশীদ, দপ্তর সম্পাক মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ সম্পাদক আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ মুফতী ইসহাক ফরীদি, সহ-প্রশিক্ষণ মাওঃ হাফিজুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য মুফতী মাহবুবুর রহমান, মাওঃ ইমরান হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামী ১৩ জুন শনিবার গ্যাসের মূল্য বৃদ্ধি, ভারতের মুসলিম হত্যা, দেশে খুন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে নগরীর বায়তুন নুর মসজিদচত্বরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি এবং কেন্দ্রীয় দায়িত্বশীলের উপস্থিতিতে ১৯ জুন দপ্তর ভিত্তিক তারবিয়াত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্তব্য করুন