
ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন, তার দেশের কড়া হুমকির মুখে আমেরিকা সামরিক হামলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। গত ২০ জুন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আমেরিকার অত্যাধুনিক ড্রোন আরকিউ-৪এ গ্লোবাল হক ভূপাতিত করে। খবর পার্সটুডে’র।
পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় বলেন, তিনি প্রাথমিকভাবে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দিয়েছিলেন কিন্তু হামলা শুরুর ১০ মিনিট আগে তা বাতিল করেন। তিনি দাবি করেন, বিভিন্ন স্থাপনায় এ হামলা হতো এবং তাতে প্রায় দেড়শ ইরানি নাগরিক নিহত হতেন। এসব বিবেচনা করে তিনি হামলার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
এ সম্পর্কে জেনারেল গোলাম রেজা জালালি আজ (রোববার) বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যেমে আমেরিকা তেহরানের কাছে এই অনুরোধ করে যে, “মুখ রক্ষার জন্য ট্রাম্প প্রশাসন সীমিত পরিসরে কিছু হামলা চালাতে চায় তবে ইরান যেন কোনো জবাব না দেয়।” ইরানের জবাব ছিল, “আমেরিকার যেকোনো অভিযানকে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেয়া হবে এবং তেহরান তার কঠোর জবাব দেবে। যদি আমেরিকা যুদ্ধ শুরু করে তাহলে সে যুদ্ধ শেষ করবে ইরান।” বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ওমানের মাধ্যমে ইরানকে ওই অুনরোধ জানায় আমেরিকা।
আইএ/পাবলিক ভয়েস

