
এবার ‘জয় শ্রীরাম’ নিয়ে অভিযোগ তুলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ নাম উল্লেখ না করে বিঁধেছেন বিজেপিকে৷ আর এজন্য তাকে পড়তে হয়েছে গেরুয়া শিবিররের তোপের মুখে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রতীচী ট্রাস্টের এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন, ‘জয় শ্রীরাম স্লোগান বাংলার সংস্কৃতি নয়। লোককে প্রহার করতে এ সব বলা হচ্ছে।’ খবর ভারতীয় গণমাধ্যমের।
ভারতের এক মন্ত্রীর দাবি, ‘বাংলায় জয় শ্রীরাম প্রতীকী প্রতিবাদের ধ্বনি, এর সঙ্গে ধর্মের যোগ নেই৷’ বাবুলের সংযোজন, ‘জয় শ্রীরাম ধ্বনি অবশ্যই মানুষকে প্রহারের জন্য ব্যবহার অনুচিত৷ তৃণমূলের বিরুদ্ধে পোক্ত লড়াই ও ভোট মেরুকরণের লক্ষ্যে বিজেপির স্লোগান এখন ‘জয় শ্রীরাম’৷ প্রতিবাদে মুখন রাজ্যের শাসক দল৷ গরুয়া শিবিরেই এই স্লোগানকে বিভেদের স্বার্থে বলে দাবি করছে৷ অধীর এই প্রেক্ষাপটেই শুক্রবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মন্তব্য বিতর্কে ঘি ঢেলেছে।
আইএ/পাবলিক ভয়েস

