রাশিয়া সফরে যাচ্ছেন ইমরান খান

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯

রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই সফরের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  আগামী সেপ্টেম্বরে ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিতেই মূলত ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর দৈনিক ডন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সম্মেলনের (এসসিও) সময় ভ্লাদিমির পুতিন ইমরান খানকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে পুতিনের বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ইমরান খান ও ভারতের দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন