
পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত প্রকাশ্যে। গত কয়েকদিন আগে সংবিধান সংশোধনের দোহাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘বাংলা’ নাম খারিজ করে দেয় মোদী সরকার। আর যা নিয়ে মোদী-মমতা লড়াই আরও একবার প্রকাশ্যে। এই অবস্থায় রাজ্যের নাম বদলানো নিয়ে কেন্দ্রের উপর বিজেপি বিধায়কদের চাপ তো রয়েছেই। বিজেপি বিধায়করা সাফ জানিয়ে দিয়েছে যে, কোনও ভাবেই পশ্চিমবঙ্গ থেকে বাংলা নাম করা যাবে না। তাঁদের মতে,পশ্চিমবঙ্গ নামের সঙ্গে দেশভাগের আবেগ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে। কিন্তু রাজ্য সরকার ‘বাংলা’ নামেই অনড়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর।
খবরে বলা হয়, কেন্দ্রের তরফে বাংলা নাম খারিজ করে দেওয়ার পরেই প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে চিঠি লেখেন ক্ষুব্ধ মমতা। এবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে নাম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, রাজনৈতিক কারণেই রাজ্যের নাম ‘বাংলা’ করতে দিচ্ছে না কেন্দ্র। বিজেপি নেতারা তো বলেই দিয়েছেন, ‘বাংলা’ নাম করতে দেবেন না। যেন গায়ের জোর দেখানো হচ্ছে। মানুষের ভোটে নির্বাচিত বিধানসভার সদস্যরা যেখানে প্রস্তাব গ্রহণ করেছেন, সেখানে কী করে এটা করা হচ্ছে? শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন। সংসদের চলতি অধিবেশনেই যেন বিল এনে বাংলার অধিকার ফিরিয়ে দেওয়া হয়, সেই অনুরোধ প্রধানমন্ত্রীকে করেছেন। কিন্তু কেন্দ্রের তরফে চিঠির বিষয়ে কিছু বলা হয়েছে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
আইএ/পাবলিক ভয়েস

