রাষ্ট্র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত: কে এম আতিকুর রহমান

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯

রাষ্ট্রের সারা গায়ে ক্ষত সৃষ্টি হয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে শহর গ্রাম সবখানে। এই ব্যাধির আশু চিকিৎসা না হলে রাষ্ট্র বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। সারাদেশে খুন, ধর্ষণ, দুর্নীতি যা হারে বৃদ্ধি পাচ্ছে তাতে এই সমাজকে সুস্থ সমাজ বলা যায়না বলে মন্তব্য করেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান।

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত মহানগর পরামর্শ পরিষদের ৩য় অধিবেশনে কে এম আতিকুর রহমান  বলেন, সরকারের দুর্নীতি, বিচার ব্যবস্থার অধপতন এবং আইন শৃঙ্খলা বাহিনীর আদর্শিক বিপর্যয়ের কারণেই অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ২৬ দিনে ২৪ খুন তাই প্রমাণ করে। এজন্য অসুস্থ এই রাষ্ট্রের সুস্থতা কল্পে আদর্শ যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ইসলামী যুব আন্দোলনের গণজোয়ারে সকল অনাচার ভেসে যাবে ইনশাআল্লাহ।

নগর সভাপতি মুফতি মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তারা সাম্প্রতিক হত্যা, ধর্ষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাছাড়াও অনুষ্ঠানে নগরের দফতর ভিত্তিক দ্বিবার্ষিক পরিকল্পনা পাঠ ও পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন নগর সহসভাপতি যুবনেতা সুহাইল আহমেদ, যুগ্ম সম্পাদক কে এম শামীম আহমেদ, দফতর সম্পাদক অলিউল্লাহ তালুকদার, প্রচার সম্পাদক এইচ এম আবু বকর, অর্থ সম্পাদক মাওলানা নাজিমুদ্দিনসহ অন্যান্য নেতৃরা।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন