
দেশপ্যাবী ভয়াবহ খুন, গুম,ধর্ষণ সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুমার নামাজের পর রাজধানীর পল্টনে বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ শেষে মিছিলটি পুরানা পল্টন মোড় ঘুরে ফকিরাপুল দৈনিক বাংলা মোড় হয়ে ফের বাইতুল মোকাররমে এসে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভে নেতৃত্ব দেন দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।
মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে ও সাধারাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, আইএবি নগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, নগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী প্রমুখ।
সমাবেশে বক্তারা গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বলেন, বারবার গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনভোগান্তি সৃষ্টি করে সরকার প্রমাণ করছে তারা জনবান্ধন নয়। জনগণের প্রতিনিধিত্বের দাবি করে ক্ষমতায় থেকে জনগণের উপর দূর্ভোগ চাপিয়ে দেয়া সরকারের চরম নৈতিকতা বিরোধী কাজ। জনগণ এমন আচরণ প্রত্যাশা করে না। শ্রীঘই গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হলে গণআন্দোলন গড়ে তোলা হবে।
এসময় সারাদেশে চলম নৈরাজ্য, গুম, খুন, ধর্ষণ, গণধর্ষণ ও আইনশৃঙ্খলার চরম অবনতির চিত্র তুলে ধরে সংশ্লিষ্টদের তীব্র সমালোচনা করেন। বক্তারা নুসরাত, রিফাত সহ যতো হত্যাকাণ্ড ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেববের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
/এসএস

