স্ত্রীসহ রেলওয়ে পুলিশের টিএসআই দুইদিনের রিমান্ডে

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯
রেলওয়ে পুলিশের টিএসআই বাবলুসহ তার স্ত্রী।

কাঁঠালের ভেতরে ইয়াবা রেখে অভিনব পন্থায় পাচারের সময় গ্রেফতার হওয়া রেলওয়ে পুলিশের টিএসআই ও তার স্ত্রীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

এর আগে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম আল মামুন আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার ও তার স্ত্রী শিউলী বেগম। বাবলু নড়াইলের লোহাগড়া থানার মাইগ্রামের মৃত খালেক খন্দকারের ছেলে। সস্ত্রীক রাজধানীর দক্ষিণখান এলাকায় থাকতেন বাবলু।

গত বুধবার (৩ জুলাই) রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আটক আটক করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা।

পরে গেন্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে এ মামলাটি করেন র‌্যাব-৪ এর পুলিশ পরিদর্শক কবির উদ্দিন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন