
রাহুল গান্ধী বলেছেন, “বিলম্ব না করে খুব শীঘ্রই কংগ্রেস পার্টি নতুন সভাপতির নাম ঘোষণা করবে।” এই নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় কোনোভাবেই তিনি থাকবেন না বলে জানিয়েছেন রাহুল। বুধবার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে এ কথা বলেছেন তিনি। এদিকে প্রিয়াঙ্কা গান্ধী রাহুলের পদত্যাগে বলেছেন, দাদার পাশে আগেও দাঁড়িয়েছিলেন৷ দাদার এক অনুরোধে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছিলেন কংগ্রেসে৷ হাল ধরতে চেয়েছিলেন দলের৷ তবে সফল না হলেও প্রিয়াঙ্কা গান্ধীর ভাবমূর্তি দলে আত্মবিশ্বাস ফিরিয়েছিল৷ এবারও কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফার পরে দাদার পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন প্রিয়াঙ্কা৷
বৃহস্পতিবার ট্যুইট করে প্রিয়াঙ্কা বলেন হারে অনেকেই৷ কিন্তু তা মেনে নিয়ে সেই দায়ভার কাঁধে তুলে নেওয়ার ক্ষমতা সবার থাকে না৷ কিন্তু রাহুল গান্ধী যেটা করে দেখালেন, তার জন্য সাহস দরকার৷ রাহুলের পদত্যাগের পর এই প্রথম মুখ খুললেন বোন প্রিয়াঙ্কা৷ ছোট্ট অথচ আবেগে ভরপুর বার্তা দিলেন দাদাকে৷ বুধবারই ট্যুইটারে নিজের পদত্যাগ পত্র পোস্ট করেন রাহুল গান্ধী৷ জানিয়ে দেন অবশেষে লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে তিনি পদত্যাগ করছেন৷ অবশ্য তিনি একা নন, এর দায়ভার বর্তায় দলের আরও বেশ কয়েকজনের ওপরেও, এমনই জানিয়েছিলেন তিনি৷
এদিকে, বৃহস্পতিবারই মানহানির মামলায় মুম্বইয়ের মাজগাঁও আদালতে হাজিরা দেন সদ্য প্রাক্তন কংগ্রেস সভাপতি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তাঁকে সমন পাঠিয়েছিল আদালত। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে তিনি কিছু সময় চেয়েছিলেন। রাহুলের সেই আবেদন মঞ্জুর করেছিল আদালত।
আইএ/পাবলিক ভয়েস

