
রাশিয়ার ইরকুটস্ক এলাকায় ভয়াবহ বন্যায় প্রায় ২২০-রও বেশি হাসপাতালে ভর্তি ৷ বাড়ছে মৃতের সংখ্যাও ৷ স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এই বন্যায় নিহতের সংখ্যা এখনও পর্যন্ত ১৮ ও ৮ জন নিখোঁজ ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
তুলুনস্কি, চানস্কি, নিজনেওদিনস্কি, তেয়শেটস্কি, জিমিনস্কি এবং কুয়টুনস্কি, এইসব এলাকাগুলিতে এমারজেন্সি ঘোষণা করা হয়েছে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ইস্যুতে একটি বৈঠক করেন৷ সেখানে তিনি সরকারি কর্মকর্তাদের দ্রুত অবস্থার মোকাবিলার নির্দেশ দেন ৷ পরিবহণ থেকে স্বাস্থ্য, শিক্ষা সবকিছুতে নজর দেওয়ার কথা বলেন৷
এদিকে জাপানের কাগোশিমা, ক্রিশমা এবং এইরা শহরে গেল কয়েকদিনের প্রবল বর্ষণে বন্যা দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বন্যা কবলিত এলাকায় ভূমিধসের আশঙ্কায় সতর্ক করা হয়েছে। বন্যায় গুরুত্বপূর্ণ রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে যান চলাচল। প্রসঙ্গত, গত বছরে ভয়াবহ বন্যায় জাপানে অন্তত ২০০ মানুষ প্রাণ হারিয়ে ছিল।
আইএ/পাবলিক ভয়েস

