
আন্তর্জাতিক চাপের মুখে হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। জঙ্গিবাদের অভিযোগে হাফিজ সইদের বিরুদ্ধে মামলা করেছে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। সিটিডি অভিযোগ করেছে, ‘জামাত উদ দাওয়া ও হাফিজ সইদের ১২ সহযোগী টাকা তুলে তা সন্ত্রাসের কাজে খরচ করছেন’। হাফিজ সইদ সহ ওই ১২ জনের বিরুদ্ধে মোট ২৩টি মামলা করা হয়েছে। সইদ ছাড়াও ওই তালিকায় নাম রয়েছে আব্দুল রহমান মক্কি, আমির হামজা ও মুহাম্মাদ ইয়াহিয়ার।
পাকিস্তানের সংস্থার দাবি, লাহোর, মুলতান ও গুজরানওয়ালায় টাকা তুলে বিভিন্ন ধরনের সম্পত্তি করেছে হাফিজ সইদ ও তার সঙ্গীসাথীরা। তৈরি করেছে একাধিক সংগঠন। ওইসব সংগঠন ছাড়াও জামাত উদ দাওয়া, লস্কর-ই-তৈবা ও ফিফ-এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে বেড়েই চলছিল ইমরান খানের ওপর। একপ্রকার সেই চাপের মুখে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার।
আইএ/পাবলিক ভয়েস

