
বার্মিংহামে বসবাসরত আলেম শাইখ ‘আসরার রাশেদে’র নেতৃত্বে ব্রিটেনের আলেমদের একটি দল এক বিবৃতিতে ফিলিস্তিনী ভূখণ্ডকে ইসরাইলীদের দখলমুক্ত করার আহবান জানিয়েছেন। ব্রিটেনের ২৬ জন আলেমের স্বাক্ষর সম্বলিত ঐ বিবৃতিতে বলা হয়েছে, এ বিবৃতিতে স্বাক্ষরকারীরা ইসরাইলকে অবৈধ বলে ঘোষণা করছে। দখলকৃত ভূখণ্ডকে অবশ্যই ফিলিস্তিনের সাথে সংযুক্ত করতে হবে।
ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনীদের উপর জায়নবাদী ইসরাইলের অনবরত আগ্রাসনের কারণে বিগত ৭ দশক ধরে ফিলিস্তিনীরা তাদের স্বাধীনতা ও ভূখণ্ড হাতছাড়া করেছে এবং নিরাপদে বসবাস করার মত ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমরা এর নিন্দা জানাই। সামি গোত্রের সাথে ইসলামের কোন শত্রুতা নেই। ব্রিটেনের মুসলিম আলেমদের ঐ বিবৃতির শেষে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনীদের হাতে বাইতুল মোকাদ্দাসের নিয়ন্ত্রণ ফিরে আসার পর এটাই হবে ইসলামি শাসন ব্যবস্থার রাজধানী।
আইএ/পাবলিক ভয়েস

