ইইউ কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট উরসুলা

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯

প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইইউ কমিশনের দায়িত্ব পেতে যাচ্ছেন উরসুলা ভন ডার লিয়েন। ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউরোপীয় কমিশনের প্রধান হিসেবে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েনকে মনোনয়ন দিয়েছেন। তিনি পাঁচ বছরের জন্য জঁ ক্লদ ইয়ুঙ্কারের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলের এই ঘনিষ্ঠ সহযোগীকে মনোনয়ন দেয়া হয়।

পার্লামেন্ট সদস্যের সমর্থন পেলে কমিশনের বর্তমান প্রেসিডেন্ট জেন ক্লদ জাঙ্কারের স্থলাভিষিক্ত হবেন তিনি।  আশা করা হচ্ছে, আগামী ৩১ অক্টোবর নিজের পদ ছেড়ে যাবেন জাঙ্কার। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েন ইউরোপীয় নেতাদের মনোনয়ন পাওয়ার পর চূড়ান্তভাবে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ভন ডার লিয়েনকে ৫৭১ সদস্যের ইইউ পার্লামেন্টের দুই-তৃতীয়াংশের সমর্থন পেতে হবে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) প্রধান হচ্ছেন ক্রিস্টেন ল্যাগার্ড। তিনিও প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে এই দায়িত্ব পাচ্ছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রিস্টেন ল্যাগার্ড।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন