সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯

শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ৪৫ দিনের মাথায় তিনি পদত্যাগ করলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রাহুল গান্ধী তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। টুইটারে একটি খোলা চিঠি লিখে নিজের পদত্যাগের কথা জানান রাহুল গান্ধী।

রাহুল গান্ধী নিজের খোলা চিঠিতে উল্লেখ করেছেন, এতোদিন কংগ্রেস দলের সেবা করতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি। এই দেশ ও তার দলের কাছে কৃতজ্ঞ বলেও জানিয়েছেন রাহুল। এছাড়া নিজের চিঠিতে আবারও লোকসভা ভোটে পরাজয়ের দায় স্বীকার করেছেন রাহুল গান্ধী। দলের স্বার্থের কথা ভেবেই কংগ্রেস সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

এদিকে এক সপ্তাহের মধ্যেই নতুন কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এই নিয়ে তৃতীয়বার কংগ্রেস দলের দায়িত্ব নেহেরু-গান্ধী পরিবারের বাইরে কারোর হাতে যাবে। লোকসভা ভোটের ফল প্রকাশের পরই পদত্যাগ করবেন বলে জানান রাহুল।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন