
পাবলিক ভয়েস: ‘দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে খুন, জুলুম এবং নারী নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক অর্ধশত ছাত্রীকে ধর্ষণ করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিতরাও এখন অপরাধ প্রবণ হয়ে উঠছে। গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের এসআই দেলোয়ার ঘুষের টাকা কম দেয়ায় মা ও দুধের শিশুকে জেল হাজতে পাঠানো তারই একটি নমুন। অন্যদিকে বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং ক্রসফায়ারের আসল অপরাধীরা অধরা থেকে যাচ্ছে’। এভাবে চলতে থাকলে অচিরেই দেশে ধ্বংসের ধারপ্রান্তে চলে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।
বিভিন্ন জেলা ও উপজেলা নারী নির্যাতন, ধর্ষণের পর হত্যা করার ঘটনায় দেশবাসী চরম উদ্বিগ্ন উল্লেখ্য করে তিনি বলেন, সরকার দলীয় বিভিন্ন নেতাকর্মীদের দুর্নীতি, জুলুম অত্যাচারে জনগণ অতিষ্ঠ। গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব সর্বত্র পরতে শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বি। সাধারণ মানুষ দিশেহারা। এভাবে একটি দেশ চলতে পারে না। এর আশু সমাধান প্রয়োজন।
আজ বুধবার বিকাল ৩টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে আমেলার এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারি মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, প্রচার সম্পাতক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাাইন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, গাজী রুহুল আমীন, এডভোকেট শওকত আলী হাওলাদার, শায়খুল হাদীস মকবুল হোসাইন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, এডভোকেট একেএম এরফান খান, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি
এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের উর্ধ্বগতি, অন্যদিকে গড়ে ৩২.৮ শতাংশ গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দেশবাসীর উপর ‘মরার উপর খাঁড়ার ঘা’। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে পণ্যের দাম আরো লাগামহীন হয়ে উঠবে’।
এসময় দেশব্যাপী ভয়াবহ খুন, গুম, ধর্ষণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে ৫ জুলাই শুক্রবার বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা জানান শেখ মাসউদ।
তিনি জানান, বিক্ষোভ মিছিলে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিক্ষোভ সমাবেশ সফলের জন্য তিনি সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান।
/এসএস

