
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনি হজের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেছেন, ফিলিস্তিনসহ নির্যাতিত জাতিগুলোর অধিকার রক্ষার ক্ষেত্রে হজ মুসলিম ঐক্য সৃষ্টির বিরাট সুযোগ এনে দেয়। নির্যাতিত ইয়েমেনবাসীসহ ফিলিস্তিনি জাতির অধিকার রক্ষা ও তাদের প্রতি সমর্থন দেওয়া রাজনৈতিক দায়িত্ব। ফলে যদি কেউ বলে যে, হজকে রাজনীতিকীকরণ করা ঠিক হবে না তাহলে তা হবে অর্থহীন কথা। আজ বুধবার সকালে ইরানের হজ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।
সর্বোচ্চ নেতা বলেন, নির্যাতিতদের রক্ষা এবং পৌত্তলিকতাকে অস্বীকার করা অবশ্য পাালনীয় কাজ। এগুলো সবই ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের রাজনৈতিক কাজে বাধা দেয় তখন তারা ধর্মবিরোধী নীতিই অনুসরণ করে। সর্বোচ্চ নেতা হজকে আনুগত্যতা ও বিনয় প্রকাশের সম্মেলন বলে উল্লেখ করেন। তিনি বলেন- হজ হচ্ছে ঐক্য, ভ্রাতৃত্ব ও আন্তরিকতা প্রতিষ্ঠার সামাজিক উপাদান।
আইএ/পাবলিক ভয়েস

