ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে: আমেরিকা

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন হুমকি দিয়েছে। তারা বলেছে, তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে। হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি স্টেফেনি গ্রিশাম এক বিবৃতিতে বলেন, ইরানের নেতারা যতক্ষণ পর্যন্ত তাদের কর্ম পদ্ধতি পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত দেশটির সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে। স্টেফেনি গ্রিশামের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তিনি বলেছেন, ইরান সরকারকে অবশ্যই পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ও তাদের ক্ষতিকর আচরণ বদলাতে হবে।

হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি দাবি করেন, ইরান কখনো পরমাণু সমঝোতার প্রতি সত্যিকার অর্থে প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বার বার নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে তারপরও তিনি এই মন্তব্য করলেন। ২০১৬ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। কিন্তু এর অন্যতম প্রধান পক্ষ আমেরিকা গত বছর সমঝোতা নিজেকে প্রত্যাহার করে নেয়। সেই আমেরিকার এখন পরমাণু সমঝোতা নিয়ে কথা বলছে। অথচ, দেশটি এখন আর এ সমঝোতার কোনো অংশই না।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন