
রাজধানীর দক্ষিণখান থেকে গোলাপী (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ জুলাই) সকালে দক্ষিণখান ফায়দাবাদ এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গোলাপী তার স্বামীর সঙ্গে দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া জানান, নিহত নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী পালিয়েছে। তার স্বামীকে আটকের চেষ্টা করা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই রাশেদ মিয়া।
জিআরএস/পাবলিক ভয়েস
