শাহবাগ থানায় ডিআইজি মিজান

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

পুলিশের সাময়িক বরখাস্ত আলোচিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিন আবেদন খারিজ হওয়ার পর তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। মিজানকে শাহবাগ থানার ওসির রুমে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।

আজ সোমবার (১ জুলাই) বিকেলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ ডিআইজি মিজানের কাস্টডি নেওয়ার আদেশ দেওয়ার পর সোয়া ৬টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

রমনা জোনের এডিসি আজিমুল হক জানান, দুদকের দায়ের করা মা‌নি লন্ডা‌রিং মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে তাকে শাহবাগ থানায় আনা হয়। আগামীকাল তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।

এর আগে গত ২৪ জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মিজানুরের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে পুলিশের কোতোয়ালি থানার এসআই মো. মাহমুদুল হাসানকে আসামি করা হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন