শাহীনের ভ্যান উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

যশোরের কিশোর শাহীনের মাথা ফাটিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইচক্রের প্রধান আসামি নাইমুলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করে নিয়ে যাওয়া তার ব্যাটারিচালিত ভ্যানটিও।

আজ সোমবার দুপুরে ওই তিনজনকে ভ্যানটিসহ গ্রেফতার করা হয়। এরপর সন্ধ্যায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মলন করে বিষয়টি জানানো হয়।

গ্রেফতাররা হলেন- যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাবর আলীর ছেলে ছিনতাইচক্রের প্রধান নাইমুল, সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারের বারেক আলী ও কলারোয়ার মির্জাপুর মোড়ের আরশাদ পাড় ওরফে নুনু মিস্ত্রি।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ জুন) দুপুরে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে কর্মজীবী কিশোর শাহীনের ভ্যান যাত্রীবেশে ভাড়া নেয় ভদ্রবেশী দুর্বৃত্তরা। এরপর সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় নিয়ে রাস্তার দু’পাশের পাট ক্ষেতের নির্জন স্থানে শাহীনের মাথায় আঘাত করে তার শেষ সম্বল ভ্যান গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা।

মাথায় আঘাতের ফলে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে শাহীন। একপর্যায়ে জ্ঞান ফিরলে তার কান্নার শব্দে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ শাহীনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করে।

তবে অবস্থার অবনতি হলে পরদিন শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার চিকিৎসা শুরু হয়। সোমবার চিকিৎসকরা জানিয়েছেন শাহীনকে ডাকলে চোখ খুলছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন