গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করতে হবে : যুব আন্দোলন

গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করতে হবে : যুব আন্দোলন

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সোমবার (১ জুলাই) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়েজিত মানববন্ধনে যুব আন্দোলনের পক্ষ থেকে এ দাবি করেন তারা।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল গ্যাসের মূল্য বৃদ্বির যে ঘোষণা দিয়েছে তা কোন ভাবেই এদেশের সাধারণ মানুষ মেনে নিতে পারছে না, সম্পূর্ণ অযুক্তিক ভাবে ৩২.৮০ শতাংশ মূল্য বৃদ্বির ঘোষণা দিয়ে সরকার আবারও প্রমাণ করল এই সরকার দেশের গণমানুষের পক্ষের সরকার নয়।

তিনি আরো বলেন,গণবিচ্ছিন্ন এই সরকার বার বার জনগণের প্রতিপক্ষ হয়ে দাড়াচ্ছে এবং নির্দিষ্ট একটি গোষ্ঠীর পক্ষে কাজ করে যাচ্ছে । এভাবে একটি দেশ ও সভ্য জাতি চলতে পারে না। তাই এদের বিরুদ্ধে দেশের আপামর জনতা ঐক্যবদ্ধভাবে যৌক্তিক দাবির পক্ষে কাজ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার প্রতিবছর ঘাটতি বাজেট প্রণয়ন করে দেশের জনগণের রক্ত চুষে দুর্নীবাজ আমলা ও রাজনীতিবিদদের হাতে তুলে দিচ্ছে। বক্তারা অনতিবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবনেতা শেখ নুর উন নাবী, ইঞ্জিনিয়ার শেখ মারুফ, এস এম আজিজুল হক, মুহাম্মাদ ইলিয়াছ হাসান, অব্দুল মুমিন প্রমুখ।

মন্তব্য করুন